আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮১৬
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮১৬. হযরত খাস'আম গোত্রীয় এক ব্যক্তি থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি নবী (ﷺ)-এর কাছে এলাম, আর তখন তিনি তাঁর একদল সাহাবীদের মাঝে ছিলেন। আমি বললামঃ আপনি কি নিজকে আল্লাহর রাসুল বলে দাবি করেন? তিনি বলেনঃ হাঁ। সে বলল, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! কোন কাজ আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। তিনি বলেন। আল্লাহর উপর ঈমান আনা। সে বলল, আমি বললাম: ইয়া রাসুলাল্লাহ!
তারপর কোনটি? তিনি বলেন; আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সে বলল, আমি বললামঃ এরপর কোনটি? তিনি বলেন, ভালো কাজের আদেশ দান এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এরপর সে বলল: ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর নিকট কোন কাজ সর্বাধিক ঘৃণিত? তিনি বলেনঃ আল্লাহর সাথে শরীক করা। সে বলল, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! তারপর কোনটি? তিনি বলেন: আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সে বলল, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! এরপর কোনটি? তিনি বলেন: মন্দকাজের আদেশ দেওয়া এবং ভালো কাজ থেকে বিরত রাখা।
(ই'আলা উত্তম সনদে বর্ণনা করেন।)
তারপর কোনটি? তিনি বলেন; আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। সে বলল, আমি বললামঃ এরপর কোনটি? তিনি বলেন, ভালো কাজের আদেশ দান এবং মন্দ কাজ থেকে বিরত রাখা। এরপর সে বলল: ইয়া রাসুলাল্লাহ! আল্লাহর নিকট কোন কাজ সর্বাধিক ঘৃণিত? তিনি বলেনঃ আল্লাহর সাথে শরীক করা। সে বলল, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ! তারপর কোনটি? তিনি বলেন: আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। সে বলল, আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ্! এরপর কোনটি? তিনি বলেন: মন্দকাজের আদেশ দেওয়া এবং ভালো কাজ থেকে বিরত রাখা।
(ই'আলা উত্তম সনদে বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3816- وَعَن رجل من خثعم قَالَ أتيت النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ فِي نفر من أَصْحَابه فَقلت أَنْت الَّذِي تزْعم أَنَّك رَسُول الله قَالَ نعم
قَالَ قلت يَا رَسُول الله أَي الْأَعْمَال أحب إِلَى الله قَالَ الْإِيمَان بِاللَّه
قَالَ قلت يَا رَسُول الله ثمَّ مَه قَالَ ثمَّ صلَة الرَّحِم
قَالَ قلت يَا رَسُول الله ثمَّ مَه قَالَ ثمَّ الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر
قَالَ قلت يَا رَسُول الله أَي الْأَعْمَال أبْغض إِلَى الله قَالَ الْإِشْرَاك بِاللَّه
قَالَ قلت يَا رَسُول الله
ثمَّ مَه قَالَ ثمَّ قطيعة الرَّحِم
قَالَ قلت يَا رَسُول الله ثمَّ مَه قَالَ ثمَّ الْأَمر بالمنكر وَالنَّهْي عَن الْمَعْرُوف
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد
قَالَ قلت يَا رَسُول الله أَي الْأَعْمَال أحب إِلَى الله قَالَ الْإِيمَان بِاللَّه
قَالَ قلت يَا رَسُول الله ثمَّ مَه قَالَ ثمَّ صلَة الرَّحِم
قَالَ قلت يَا رَسُول الله ثمَّ مَه قَالَ ثمَّ الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر
قَالَ قلت يَا رَسُول الله أَي الْأَعْمَال أبْغض إِلَى الله قَالَ الْإِشْرَاك بِاللَّه
قَالَ قلت يَا رَسُول الله
ثمَّ مَه قَالَ ثمَّ قطيعة الرَّحِم
قَالَ قلت يَا رَسُول الله ثمَّ مَه قَالَ ثمَّ الْأَمر بالمنكر وَالنَّهْي عَن الْمَعْرُوف
رَوَاهُ أَبُو يعلى بِإِسْنَاد جيد