আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার
হাদীস নং: ৩৮১৫
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮১৫. হযরত আনাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন: দান-সাদাকা ও আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখা, এ দু'টোর ফলে আল্লাহ তা'আলা আয়ু বাড়িয়ে দেন, এ দু'টো অপমৃত্যু থেকে হিফাযত করে এবং এ দু'টো বিপদ থেকে হিফাযত করে।
(আবূ ই'আলা বর্ণিত।)
(আবূ ই'আলা বর্ণিত।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3815- وَرُوِيَ عَن أنس رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم سَمعه يَقُول إِن الصَّدَقَة وصلَة الرَّحِم يزِيد الله بهما فِي الْعُمر وَيدْفَع بهما ميتَة السوء وَيدْفَع بهما الْمَكْرُوه والمحذور
رَوَاهُ أَبُو يعلى
رَوَاهُ أَبُو يعلى