আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৮১৩
অধ্যায়ঃ সদ্ব্যবহার
সম্পর্ক ছিন্নকারীর সাথে সম্পর্ক অটুট রাখার প্রতি অনুপ্রেরণা এবং সম্পর্ক ছিন্নকরার প্রতি ভীতি প্রদর্শন
৩৮১৩. হযরত আলী ইবনে আবু তালিব (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন, যে ব্যক্তি তার দীর্ঘায়ূ, রিযকে প্রাচুর্য ও অপমৃত্যু থেকে মুক্তি কামনা করে, সে যেন আল্লাহকে ভয় করে এবং তার আত্মীয়দের সাথে সম্পর্ক অটুট রাখে।
(আবদুল্লাহ্ ইবনে ইমাম আহমাদ (র) তাঁর যাওয়ায়িদ গ্রন্থে, রাযযার উত্তম সনদে এবং হাকিম বর্ণনা করেন।)
كتاب البر والصلة
التَّرْغِيب فِي صلَة الرَّحِم وَإِن قطعت والترهيب من قطعهَا
3813- وَعَن عَليّ بن أبي طَالب رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سره أَن يمد لَهُ فِي عمره ويوسع لَهُ فِي رزقه وَيدْفَع عَنهُ ميتَة السوء فليتق الله وَليصل رَحمَه

رَوَاهُ عبد الله ابْن الإِمَام أَحْمد فِي زوائده وَالْبَزَّار بِإِسْنَاد جيد وَالْحَاكِم
tahqiqতাহকীক:তাহকীক চলমান