আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২১. অধ্যায়ঃ সদ্ব্যবহার

হাদীস নং: ৩৭৮২
অধ্যায়ঃ সদ্ব্যবহার
অধ্যায় : সদ্ব্যবহার, সুসম্পর্ক ইত্যাদি।
পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের সাথে সুসম্পর্ক রক্ষা, তাদের আনুগত্যের প্রতি গুরুত্বারোপ, তাদের প্রতি দয়া প্রদর্শন এবং মৃত্যুর পর তাদের বন্ধুবর্গের প্রতি সদাচরণের প্রতি অনুপ্রেরণা
৩৭৮২. হযরত মালিক ইবনে আমর কুশায়রী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি একজন মুসলমান দাস মুক্ত করবে, তা তার জাহান্নাম থেকে মুক্তির উপায় হবে। আর যে ব্যক্তি তার পিতামাতার একজনকে পেল, অথচ তাকে ক্ষমা করা হলো না। আল্লাহ্ তাকে তাঁর রহমত থেকে বঞ্চিত করবেন।
অন্য একটি বর্ণনায় আছে, তাকে ধ্বংস করা হবে।
(আহমাদ কয়েকটি সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে একটি সূত্র উত্তম।)
كتاب البر والصلة
كتاب الْبر والصلة وَغَيرهمَا
التَّرْغِيب فِي بر الْوَالِدين وصلتهما وتأكيد طاعتهما وَالْإِحْسَان إِلَيْهِمَا وبر أصدقائهما من بعدهمَا
3782- وَعَن مَالك بن عَمْرو الْقشيرِي رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من أعتق رَقَبَة مسلمة فَهِيَ فداؤه من النَّار وَمن أدْرك أحد وَالِديهِ ثمَّ لم يغْفر لَهُ فَأَبْعَده الله
زَاد فِي رِوَايَة وأسحقه

رَوَاهُ أَحْمد من طرق أَحدهَا حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৭৮২ | মুসলিম বাংলা