আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৭০০
অধ্যায়ঃ হদ্দ
আল্লাহ যার হত্যা যথার্থ কারণ ব্যতীত হারাম করেছেন তাকে হত্যা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৭০০. তাবারানী তাঁর 'মু'জামুস সাগীর' গ্রন্থে হযরত আবু বাকরা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন, যদি আসমান ও পৃথিবীবাসী একত্র হয়ে কোন মুসলিম ব্যক্তিকে হত্যা করে, তবে আল্লাহ তাদের একত্র করে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন।
كتاب الحدود
التَّرْهِيب من قتل النَّفس الَّتِي حرم الله إِلَّا بِالْحَقِّ
3700- وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الصَّغِير من حَدِيث أبي بكرَة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَو أَن أهل السَّمَوَات وَالْأَرْض اجْتَمعُوا على قتل مُسلم لكبهم الله جَمِيعًا على وُجُوههم فِي النَّار