আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৮৮
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৮. হযরত আলী ইবনে তালক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। তোমরা নারীদের গুহ্যদ্বারে গমন করো না। কেননা, আল্লাহ সত্য বলতে কুণ্ঠিত হন না।
(আহমাদ ও তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান। নাসাঈ ও ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে অনুরূপ বর্ণনা করেছেন।)
(আহমাদ ও তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান। নাসাঈ ও ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে অনুরূপ বর্ণনা করেছেন।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3688 - وَعَن عَليّ بن طلق رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تَأْتُوا النِّسَاء فِي أستاههن فَإِن الله لَا يستحيي من الْحق
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه بِمَعْنَاهُ
رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن وَرَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه بِمَعْنَاهُ