আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৮৭
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৮৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি ঋতুমতী নারীর সাথে মিলিত হয় অথবা কোন নারীর গুহ্যদ্বারে সঙ্গম করে অথবা কোন গণকের কাছে যায়, তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মাদ (ﷺ)-এর উপর অবতীর্ণ কিতাবকে অস্বীকার করল।
(আহমাদ, তিরমিযী, নাসাঈ ইবনে মাজাহ, আবু দাউদ বর্ণিত। তবে আবু দাউদের শব্দমালা এরূপ সে মুহাম্মাদ (ﷺ)-এর উপর অবতীর্ণ বস্তু হতে দূরে।
(হাফিয মুনযিরী (র) বলেন), মুহাদ্দিসগণ উপরোক্ত হাদীসটি হাকিম আসরাম হতে আবু তামীমা সূত্রে বর্ণনা করেন। আবু তামীমার প্রকৃত নাম তারিফ ইবনে খালিদ, যিনি হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। আলী ইবনে মাদীনীকে হাকিম সম্পর্কে জিজ্ঞেস করা হল তিনি কে? তিনি বললেনঃ এই হাকিম পরিচিত লোক, ইমাম বুখারী (র) "তারীখুল কাবীর" গ্রন্থে বলেনঃ আবু তামীমার হযরত আবু হুরায়রা (রা) হতে হাদীস শ্রবণের ব্যাপারটি অজ্ঞাত।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3687- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من أَتَى حَائِضًا أَو امْرَأَة فِي دبرهَا أَو كَاهِنًا فَصدقهُ كفر بِمَا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ أَحْمد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَأَبُو دَاوُد إِلَّا أَنه قَالَ فقد برىء مِمَّا أنزل على مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم
قَالَ الْحَافِظ رَوَوْهُ من طَرِيق حَكِيم الْأَثْرَم عَن أبي تَمِيمَة وَهُوَ طريف بن خَالِد عَن أبي هُرَيْرَة وَسُئِلَ عَليّ بن الْمَدِينِيّ عَن حَكِيم من هُوَ فَقَالَ أعيانا هَذَا وَقَالَ البُخَارِيّ فِي تَارِيخه الْكَبِير لَا يعرف لأبي تَمِيمَة سَماع من أبي هُرَيْرَة
tahqiqতাহকীক:তাহকীক চলমান