আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৭৬
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭৬. হযরত ইবনে আবু দুনিয়া (র) বায়হাকীর উত্তম সনদে মুহাম্মাদ ইবনে মুনকাদির থেকে বর্ণিত। একবার হযরত খালিদ ইবনে ওয়ালিদ (রা) আবূ বকর (রা)-এর নিকট এই মর্মে একটি পত্র প্রেরণ করেন যে, তিনি আরবের কোন শহরতলীতে এক ব্যক্তিকে উপগত হতে দেখেন, যেমন নারীর সাথে পুরুষ উপগত হয়। (তিনি এর বিধান জানতে চাইলেন)। তখন আবু বকর (রা) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবীগণকে একত্র করেন। তাঁদের মধ্যে ছিলেন, আলী ইবনে আবু তালিব। হযরত আলী (রা) বললেন: এ এমন এক অপরাধ, যা কেবল পূর্ববর্তী উম্মাতের একটি দলই করেছিল। তারপর আল্লাহ তা'আলা তাদের উপর কি শাস্তি অবর্তীর্ণ করেন, তা আপনাদের জানা আছে? অবশেষে হযরত আলী (রা) বললেন: আমার মতে তাকে আগুনে জ্বালিয়ে মেরে ফেলা উচিত। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবীগণের ঐক্যমতে তাকে আগুনে জ্বলিয়ে মারার সিদ্ধান্ত গৃহীত হয়। পরে আবূ বকর (রা) তাকে আগুনে জ্বলিয়ে মারার নির্দেশ দেন।।
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3676 - وروى ابْن أبي الدُّنْيَا وَمن طَرِيقه الْبَيْهَقِيّ بِإِسْنَاد جيد عَن مُحَمَّد بن الْمُنْكَدر أَن خَالِد بن الْوَلِيد كتب إِلَى أبي بكر الصّديق رَضِي الله عَنهُ أَنه وجد رجلا فِي بعض ضواحي الْعَرَب ينْكح كَمَا تنْكح الْمَرْأَة فَجمع لذَلِك أَبُو بكر أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَفِيهِمْ عَليّ بن أبي طَالب فَقَالَ عَليّ إِن هَذَا ذَنْب لم تعْمل بِهِ أمة إِلَّا أمة وَاحِدَة فَفعل الله بهم مَا قد علمْتُم أرى أَن تحرقه بالنَّار فَاجْتمع رَأْي أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن يحرق بالنَّار فَأمر أَبُو بكر أَن يحرق بالنَّار
tahqiqতাহকীক:তাহকীক চলমান