আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৭১
অধ্যায়ঃ হদ্দ
সমকামিতা, চতুষ্পদ জন্তুর সাথে উপগত হওয়া, নারীর গুহ্যদ্বারে উপগত হওয়া, চাই নিজ স্ত্রী হোক বা অন্য কোন মহিলা এ বিষয়ে ভীতি প্রদর্শন
৩৬৭১. হযরত ইবনে আব্বাস (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি গায়রুল্লাহর নামে যবাই করে, আল্লাহ্ তার প্রতি লা'নত দেন, যে ব্যক্তি জমির চিহ্ন পরিবর্তন করে, তার প্রতি আল্লাহর লা'নত, যে ব্যক্তি অন্ধকে ভুলপথ নির্দেশ করে, তার প্রতি আল্লাহর লা'নত, যে ব্যক্তি পিতা-মাতাকে গালি দেয়, তার প্রতি আল্লাহর লা'নত, যে ব্যক্তি নিজ মনিব বাদ দিয়ে অন্যকে নিজ মনিব বানায়, তার প্রতি আল্লাহর লা'নত। যে ব্যক্তি কাওমে লুতের অপরাধে জড়িত হয়, তার প্রতি আল্লাহর লা'নত। কাওমে লুতের প্রসঙ্গটি তিনি তিনবার উল্লেখ করেন।
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ বায়হাকী ও নাসাঈ বর্ণিত। তবে তিনি শেষ অংশটি বার বার উল্লেখ করেন।)
(ইবনে হিব্বানের সহীহ গ্রন্থ বায়হাকী ও নাসাঈ বর্ণিত। তবে তিনি শেষ অংশটি বার বার উল্লেখ করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من اللواط وإتيان الْبَهِيمَة وَالْمَرْأَة فِي دبرهَا سَوَاء كَانَت زَوجته أَو أَجْنَبِيَّة
3671- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لعن الله من ذبح لغير الله وَلعن الله من غير تخوم الأَرْض وَلعن الله من كمه أعمى عَن السَّبِيل وَلعن الله من سبّ وَالِديهِ وَلعن الله من تولى غير موَالِيه وَلعن الله من عمل عمل قوم لوط قَالَهَا ثَلَاثًا فِي عمل قوم لوط
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَعند النَّسَائِيّ آخِره مكررا
رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه وَالْبَيْهَقِيّ وَعند النَّسَائِيّ آخِره مكررا