আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৬২
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদ
৩৬৬২. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি তার রসনার অকল্যাণ ও লজ্জাস্থানের অনিষ্ট থেকে নিজকে রক্ষা করে চলবে, সে জান্নাতী।
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেনঃ হাদীসটি হাসান।)
كتاب الحدود
فصل
3662- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من وَقَاه الله شَرّ مَا بَين لحييْهِ وَشر مَا بَين رجلَيْهِ دخل الْجنَّة

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান