আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৫৯
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদ
৩৬৫৯. বায়হাকীর অন্য বর্ণনায় আছে, তিনি (রাসূলুল্লাহ ﷺ) বলেছেন: হে কুরায়শের যুব সম্প্রদায়! তোমরা ব্যভিচারে লিপ্ত হয়ো না। কেননা, যে ব্যক্তি তার যৌবনকে (পাপাচার থেকে) নিরাপদ রাখবে, সে জান্নাতী।
كتاب الحدود
فصل
3659 - وَفِي رِوَايَة للبيهقي يَا فتيَان قُرَيْش لَا تَزْنُوا فَإِنَّهُ من سلم لَهُ شبابه دخل الْجنَّة
tahqiqতাহকীক:তাহকীক চলমান