আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
২০. অধ্যায়ঃ হদ্দ
হাদীস নং: ৩৬৫৮
অধ্যায়ঃ হদ্দ
পরিচ্ছেদ
৩৬৫৮. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: হে কুরায়শের যুব সম্প্রদায়! তোমরা তোমাদের লজ্জাস্থান হিফাযত কর। তোমরা ব্যভিচারে লিপ্ত হয়ো না। সাবধান! যে ব্যক্তি তার লজ্জাস্থান হিফাযত করবে, তার জন্য জান্নাত অবধারিত।
(হাকিম ও বায়হাকী বর্ণিত। হাকিম বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
(হাকিম ও বায়হাকী বর্ণিত। হাকিম বলেন: হাদীসটি বুখারী ও মুসলিমের শর্তানুযায়ী সহীহ।)
كتاب الحدود
فصل
3658- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا شباب قُرَيْش احْفَظُوا فروجكم لَا تَزْنُوا أَلا من حفظ فرجه فَلهُ الْجنَّة
رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا
رَوَاهُ الْحَاكِم وَالْبَيْهَقِيّ وَقَالَ الْحَاكِم صَحِيح على شَرطهمَا