আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৫১
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৫১. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: আল্লাহ্ কিয়ামতের দিন প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারকারীর প্রতি তাকাবেন না এবং তাকে পবিত্রও করবেন না। তিনি তাকে বলবেন: তুমি জাহান্নামীদের সাথে জাহান্নামে প্রবেশ কর।
(ইবনে আবুদ দুনিয়া ও খারায়েতী এবং অন্যান্যগণ বর্ণনা করেন।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3651- وَرُوِيَ عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الزَّانِي بحليلة جَاره لَا ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة وَلَا يُزَكِّيه وَيَقُول ادخل النَّار مَعَ الداخلين

رَوَاهُ ابْن أبي الدُّنْيَا والخرائطي وَغَيرهمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান