আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৬৫০
অধ্যায়ঃ হদ্দ
অধ্যায়: হদ্দ ও অপরাপর বিষয়।
সৎকাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধাজ্ঞার প্রতি অনুপ্রেরণা এবং যে ব্যক্তি এ দু'টি বর্জন করেও তোষামদ করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৬৫০. হযরত মিকদাদ ইবনে আসওয়াদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁর সাহাবীদের জিজ্ঞাসা করেন: ব্যভিচার সম্পর্কে তোমাদের কী ধারণা? তাঁরা বললেনঃ এতো হারাম-আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) হারাম করেছেন। কিয়ামত পর্যন্ত ব্যভিচার হারাম থাকবে। তারপর তিনি তাঁর সাহাবীদের বললেন: কোন ব্যক্তি দশজন নারীর সাথে ব্যভিচার করা অপেক্ষা তার প্রতিবেশীর স্ত্রীর সাথে একবার ব্যভিচার করা জঘন্য অপরাধ।
(আহমাদ বর্ণিত। তাঁর বর্ণনাসূত্র বিশুদ্ধ, তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থ।)
كتاب الحدود
كتاب الْحُدُود وَغَيرهَا
التَّرْغِيب فِي الْأَمر بِالْمَعْرُوفِ وَالنَّهْي عَن الْمُنكر والترهيب من تَركهمَا والمداهنة فيهمَا
3650- وَعَن الْمِقْدَاد بن الْأسود رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لأَصْحَابه مَا تَقولُونَ فِي الزِّنَا قَالُوا حرَام حرمه الله عز وَجل وَرَسُوله فَهُوَ حرَام إِلَى يَوْم الْقِيَامَة
فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم لأَصْحَابه لِأَن يَزْنِي الرجل بِعشر نسْوَة أيسر عَلَيْهِ من أَن يَزْنِي بِامْرَأَة جَاره

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান