আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৭৫
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৭৫. মুসলিমের এক বর্ণনায় আছেঃ "যে ব্যক্তি দুনিয়ায় মদ পান করবে এবং বিনা তাওবায় মৃত্যুবরণ করবে, পরকালে তাকে তা হতে বঞ্চিত করা হবে"।
ইমাম খাত্তাবী ও আল্লামা বাগাবী (র) শারহে সুন্নাহ গ্রন্থে حرمها في الآخرة এই বাক্য সম্পর্কে বলেন যে, মূলত বাক্যটি "লোকটি জান্নাতী না হওয়ার প্রতি হুমকি প্রদান"। যেহেতু জান্নাতীদের মদপান করানো হবে, তবে তাতে তাদের শিরঃপীড়া হবে না এবং তারা জ্ঞান হারাও হবে না। যে ব্যক্তি জান্নাতী হবে, তাকে শরাব থেকে বঞ্চিত করা হবে না। হাদীসের শেষ পর্যন্ত বর্ণিত হয়েছে।
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3575- وَفِي رِوَايَة لمُسلم قَالَ من شرب الْخمر فِي الدُّنْيَا ثمَّ لم يتب مِنْهَا حرمهَا فِي الْآخِرَة
قَالَ الْخطابِيّ ثمَّ الْبَغَوِيّ فِي شرح السّنة وَفِي قَوْله حرمهَا فِي الْآخِرَة وَعِيد بِأَنَّهُ لَا يدْخل الْجنَّة لِأَن شراب أهل الْجنَّة خمر إِلَّا أَنهم لَا يصدعون عَنْهَا وَلَا ينزفون وَمن دخل الْجنَّة لَا يحرم شرابها
انْتهى
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৭৫ | মুসলিম বাংলা