আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

২০. অধ্যায়ঃ হদ্দ

হাদীস নং: ৩৫৭০
অধ্যায়ঃ হদ্দ
মদ পান করা, বেচা-কেনা, মদ তৈরি করা, বহন করা ও তার মূল্য ভোগ করার ব্যাপারে কঠোরতা ও তার প্রতি ভীতিপ্রদর্শন এবং তা বর্জন করা ও তা থেকে তাওবা করার প্রতি অনুপ্রেরণা
৩৫৭০. হযরত আবু উমামা (রা) সূত্রে নবী (ﷺ)- থেকে বর্ণিত। তিনি বলেছেন: এই উম্মাতের একটি দল (শরী'আত পরিপন্থী নিয়মে) পানাহার করবে ও খেল তামাসায় বিভোর থাকবে, তাদের চেহারা বানর ও শূকরে পরিণত করা হবে। তাদের এলাকায় জমি ধসে যাবে এবং পাথরের বৃষ্টি হবে, এমন কি মানুষ সকাল বেলা বলাবলি করবে, অমুক এলাকা ধসে গেছে, অমুক বাড়ী ধসে লূত সম্প্রদায়ের উপর যেমন পাথরের বৃষ্টি বর্ষিত হয়েছে, তেমনি বর্ষিত হবে তাদের গোত্রের তাদের বাড়ীতে। ধ্বংসাত্মক বায়ু যা কাওমে আ'দকে ধ্বংস করেছে, অনুরূপ তাদের গোত্রের উপর তা প্রবাহিত হবে এবং যে সকল বাড়ীতে তারা মদপান করত সে সব বাড়ীতে। আর রেশমী বস্ত্র পরিধানের কারণে, যে নর্তকীদের তত্ত্বাবধান করায়, তাদের সুদ খাওয়া ও আত্মীয়তার ছিন্ন করায় (তাদের উপরও ধ্বংসলীলা চেপে বসবে।) উল্লেখ্য আরেকটির কথা জা'ফর ভুলে গেছেন।
(আহমাদ সংক্ষেপে, ইবনে আবুদ দুনিয়া ও বায়হাকী বর্ণনা করেন।)
كتاب الحدود
التَّرْهِيب من شرب الْخمر وَبَيْعهَا وشرائها وعصرها وَحملهَا وَأكل ثمنهَا وَالتَّشْدِيد فِي ذَلِك وَالتَّرْغِيب فِي تَركه وَالتَّوْبَة مِنْهُ
3570- وَرُوِيَ عَن أبي أُمَامَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يبيت قوم من هَذِه الْأمة على طعم وَشرب وَلَهو وَلعب فيصبحوا قد مسخوا قردة وَخَنَازِير وليصيبهم خسف وَقذف حَتَّى يصبح النَّاس فَيَقُولُونَ خسف اللَّيْلَة ببني فلَان وَخسف اللَّيْلَة بدار فلَان خَواص ولترسلن عَلَيْهِم حِجَارَة من السَّمَاء كَمَا أرْسلت على قوم لوط على قبائل فِيهَا وعَلى دور ولترسلن عَلَيْهِم الرّيح الْعَقِيم الَّتِي أهلكت عادا على قبائل فيهاوعلى دور بشربهم الْخمر ولبسهم الْحَرِير واتخاذهم الْقَيْنَات وأكلهم الرِّبَا وقطيعتهم الرَّحِم وخصلة نَسِيَهَا جَعْفَر

رَوَاهُ أَحْمد مُخْتَصرا وَابْن أبي الدُّنْيَا وَالْبَيْهَقِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৫৭০ | মুসলিম বাংলা