আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৬৯
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৬৯. হযরত উমার ইবনে হুরায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: তুমি তোমার দাস-দাসীর উপর কাজের চাপ যতটুকু হালকা করবে (কিয়ামতের দিন) মীযানের পাল্লায় তোমার সাওয়াব ততটুকু ভারী করা হবে।
(আবু ই'আলা, ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেন।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ইবনে মুঈন (র) বলেছেন: হযরত উমার ইবনে হুরায়স (রা) রাসুলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাত পাননি। তবে জমহুরের অভিমত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাৎ লাভ করেন। কারো কারো মতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইন্তিকালের সময় আমর ইবনে হুরায়স বারো বছরের বালক ছিলেন। তিনি হযরত আবু বকর, হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) ও অন্যান্য সাহাবীদের থেকে হাদীস বর্ণনা করেন।)
(আবু ই'আলা, ইবনে হিব্বান তাঁর সহীহ গ্রন্থে বর্ণনা করেন।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ইবনে মুঈন (র) বলেছেন: হযরত উমার ইবনে হুরায়স (রা) রাসুলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাত পাননি। তবে জমহুরের অভিমত, তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর সাক্ষাৎ লাভ করেন। কারো কারো মতে রাসূলুল্লাহ্ (ﷺ)-এর ইন্তিকালের সময় আমর ইবনে হুরায়স বারো বছরের বালক ছিলেন। তিনি হযরত আবু বকর, হযরত আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা) ও অন্যান্য সাহাবীদের থেকে হাদীস বর্ণনা করেন।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3469- وَعَن عَمْرو بن حُرَيْث رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا خففت على خادمك من عمله كَانَ لَك أجرا فِي موازينك
رَوَاهُ أَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ الْحَافِظ وَعَمْرو بن حُرَيْث قَالَ ابْن معِين لم ير النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي عَلَيْهِ الْجُمْهُور أَن لَهُ صُحْبَة وَقيل قبض النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ ابْن اثْنَتَيْ عشرَة سنة
وروى عَن أبي بكر وَابْن مَسْعُود وَغَيرهم من الصَّحَابَة
رَوَاهُ أَبُو يعلى وَابْن حبَان فِي صَحِيحه
قَالَ الْحَافِظ وَعَمْرو بن حُرَيْث قَالَ ابْن معِين لم ير النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَالَّذِي عَلَيْهِ الْجُمْهُور أَن لَهُ صُحْبَة وَقيل قبض النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَهُوَ ابْن اثْنَتَيْ عشرَة سنة
وروى عَن أبي بكر وَابْن مَسْعُود وَغَيرهم من الصَّحَابَة