আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪৫৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৫৬. হযরত মু'আবিয়া ইবনে সুয়ায়দ ইবনে মুকারিন (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: একদা আমি আমার একটি গোলামকে চপেটাঘাত করলাম। তখন আমার পিতা আমাদের দু'জনকে ডেকে পাঠান। তিনি বলেন: হে গোলাম! তুমি মু'আবিয়া হতে প্রতিশোধ নাও। নিশ্চয়ই আমরা বনী মুকাররিনের বংশধর। নবী (ﷺ)-এর যুগে আমাদের পরিবারের সদস্য সংখ্যা সাতজন ছিল। ঐ সময় আমাদের কেবলমাত্র একটি গোলাম ছিল। আমাদের এক ব্যক্তি তাকে চপেটাঘাত করে। (এ সংবাদ অবগত হয়ে) রাসূলুল্লাহ (ﷺ) বলেন: তোমরা তাকে মুক্ত করে দাও। তারা বলে, এই গোলাম ব্যতীত আমাদের অন্য কোন গোলাম নেই।
তখন তিনি বলেন: তবে গোলানটি তোমাদের খিদমত করে যাক যতক্ষণে তোমরা তার মুখাপেক্ষী না হও। তোমরা অভাব মুক্ত হলে তোমাদের উচিত হবে তাকে মুক্ত করে দেওয়া।
(মুসলিন, আবু দাউদ নিজ শব্দে, তিরমিযী ও নাসাঈ বর্ণিত।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3456- وَعَن مُعَاوِيَة بن سُوَيْد بن مقرن قَالَ لطمت مولى لنا فَدَعَاهُ أبي وَدَعَانِي فَقَالَ اقْتصّ مِنْهُ فَإنَّا معشر بني مقرن كُنَّا سَبْعَة على عهد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَلَيْسَ لنا إِلَّا خَادِم فلطمها رجل منا فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أعتقوها
قَالُوا إِنَّه لَيْسَ لنا خَادِم غَيرهَا قَالَ فلتخدمهم حَتَّى يستغنوا فَإِذا استغنوا فليعتقوها

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩৪৫৬ | মুসলিম বাংলা