আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৪৫৫
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর সৃষ্টি তথা প্রজা, সন্তান-সন্ততি, দাস-দাসী ইত্যাদির প্রতি স্নেহশীল হওয়ার প্রতি অনুপ্রেরণা এবং তার বিপরীত করার প্রতি ভীতি প্রদর্শন, শরয়ী কারণ ব্যতীত দাস-দাসী, চতুষ্পদ প্রাণী ও অন্যান্যের প্রতি শান্তি প্রয়োগ এবং চতুষ্পদ প্রাণীর মুখে দাগ দেওয়া নিষিদ্ধ
৩৪৫৫. কুফীর মুক্ত গোলাম যাযান কিন্দী (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রা)-এর নিকট এলাম, সে সময় তিনি তার একটি গোলাম মুক্ত করেছিলেন। এ সময় তিনি যমীন হতে কাঠের টুকরা অথবা কোন একটি বস্তু হাতে নিয়ে বললেন, এই কাজের মধ্যে যে পুণ্য রয়েছে, তা কাঠের টুকরার সমানও নয়। আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। যে ব্যক্তি নিজের গোলামকে চাপেটাঘাত করে অথবা প্রহার করে তাকে মুক্ত করাই হল তার কাফ্ফারা।
(আবু দাউদ, তাঁর নিজ শব্দে এবং মুসলিম বর্ণিত। তার শব্দমালা হলঃ "যে ব্যক্তি তার গোলামকে এভাবে প্রহার করে যে, তা হদ্দ পর্যন্ত পৌঁছেনি অথবা চপেটাঘাত করে, তাকে মুক্ত করাই তার কাফ্ফারা।)
(আবু দাউদ, তাঁর নিজ শব্দে এবং মুসলিম বর্ণিত। তার শব্দমালা হলঃ "যে ব্যক্তি তার গোলামকে এভাবে প্রহার করে যে, তা হদ্দ পর্যন্ত পৌঁছেনি অথবা চপেটাঘাত করে, তাকে মুক্ত করাই তার কাফ্ফারা।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الشَّفَقَة على خلق الله تَعَالَى من الرّعية وَالْأَوْلَاد وَالْعَبِيد وَغَيرهم ورحمتهم والرفق بهم والترهيب من ضد ذَلِك وَمن تَعْذِيب العَبْد وَالدَّابَّة وَغَيرهمَا بِغَيْر سَبَب شَرْعِي وَمَا جَاءَ فِي النَّهْي عَن وسم الدَّوَابّ فِي وجوهها
3455- وَعَن زَاذَان وَهُوَ الْكِنْدِيّ مَوْلَاهُم الْكُوفِي قَالَ أتيت ابْن عمر وَقد أعتق مَمْلُوكا لَهُ فَأخذ من الأَرْض عودا أَو شَيْئا فَقَالَ مَا لي فِيهِ من الْأجر مَا يُسَاوِي هَذَا سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من لطم مَمْلُوكا لَهُ أَو ضربه فكفارته أَن يعتقهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ مُسلم وَلَفظه قَالَ من ضرب غُلَاما لَهُ حدا لم يَأْته أَو لطمه فَإِن كَفَّارَته أَن يعتقهُ
رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَرَوَاهُ مُسلم وَلَفظه قَالَ من ضرب غُلَاما لَهُ حدا لم يَأْته أَو لطمه فَإِن كَفَّارَته أَن يعتقهُ