আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪২৩
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহকে অসন্তুষ্ট করে মানুষকে সন্তুষ্টকারী শাসক ও অন্যান্যদের প্রতি ভীতি প্রদর্শন
৩৪২৩. হযরত আবদুল্লাহ্ ইবনে আসমা ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি মানুষের নিকট তাদের প্রিয় কাজে নিজকে প্রিয়ভাজন করে তুলতে চায় অথচ সে আল্লাহকে অসন্তুষ্ট করে, কিয়ামতের দিন সে এমন অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে যে, তিনি তার প্রতি ক্ষুদ্ধ হবেন।
(তাবারানী বর্ণিত।)
كتاب القضاء
ترهيب الْحَاكِم وَغَيره من إرضاء النَّاس بِمَا يسْخط الله عز وَجل
3423- وَرُوِيَ عَن عبد الله بن عصمَة بن مَالك قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من تحبب إِلَى النَّاس بِمَا يحبونه وبارز الله تَعَالَى لَقِي الله تَعَالَى يَوْم الْقِيَامَة وَهُوَ عَلَيْهِ غَضْبَان

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান