আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪১৪
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
আল্লাহর বিধান সম্বলিত কাজ ইত্যাদিতে কোন অন্যায়কারীর সহযোগিতা ও সহানুভূতি এবং নিষিদ্ধ কাজ সুপারিশ করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪১৪. হযরত আবদুর রহমান ইবনে আবদুল্লাহ ইবনে মাসউদ (রা) তাঁর পিতার সূত্রে, তিনি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে বর্ণনা করেন। তিনি বলেছেন: যে ব্যক্তি কোন সম্প্রদায়ের অন্যায় কাজে সহযোগিতা করে, তার উদাহরণ ঐ উটের ন্যায়, যে কূপে পড়ে লেজ নেড়ে আত্মরক্ষার চেষ্টা করে।
(আবু দাউদ, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তবে আবদুর রহমান তাঁর পিতা থেকে হাদীসটি শুনেন নি।
[হাফিয আবদুল আযীয মুনযিরী (র) বলেন: উক্ত হাদীসের মর্ম হল এই যে ব্যক্তি একবার গুনাহে জড়িয়ে পড়ে এবং ধ্বংস হয়, সে ঐ উটের ন্যায়, যে কূপে পড়ে লেজ নেড়ে আত্মরক্ষার চেষ্টা করে অথচ সে তা থেকে কোন ক্রমেই রক্ষা পায় না।)
كتاب القضاء
التَّرْهِيب من إِعَانَة الْمُبْطل ومساعدته والشفاعة الْمَانِعَة من حد من حُدُود الله وَغير ذَلِك
3414- وَعَن عبد الرَّحْمَن بن عبد الله بن مَسْعُود عَن أَبِيه رَضِي الله عَنْهُمَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مثل الَّذِي يعين قومه على غير الْحق كَمثل بعير تردى فِي بِئْر فَهُوَ ينْزع مِنْهَا بِذَنبِهِ

رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه وَعبد الرَّحْمَن لم يسمع من أَبِيه

قَالَ الْحَافِظ وَمعنى الحَدِيث أَنه قد وَقع فِي الْإِثْم وَهلك كالبعير إِذا تردى فِي بِئْر فَصَارَ ينْزع بِذَنبِهِ وَلَا يقدر على الْخَلَاص
tahqiqতাহকীক:তাহকীক চলমান