আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪১২
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলুম থেকে বারণ করার প্রতি অনুপ্রেরণা এবং সেখানে গমন করা, তাদের সত্যায়িত ও তাদের সহযোগিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪১২. হযরত আলকামা ইবনে আবু ওয়াক্কাস লায়সী (রা) থেকে বর্ণিত। একবার তিনি মদীনাবাসী এক সম্ভ্রান্ত ব্যক্তির নিকট গেলেন। সে সময় তিনি মদীনার একটি বাজারে বসা ছিলেন। আলকামা (র) (তাকে) বলেন, হে অমুক! তুমি অত্যন্ত মর্যাদাবান ব্যক্তি এবং সম্মানিত ব্যক্তি। আমি তোমাকে (কখনও কখনও) ঐ সব শাসকবর্গের নিকট গমনাগমন করতে দেখেছি, তাদের সাথে বাক্যালাপ করতে অথচ আমি রাসূলুল্লাহ (ﷺ) -এর সাহাবী বিলাল ইবনে হারিস (রা)-কে বলতে শুনেছিঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ কেউ এমন কথা বলে যা দ্বারা আশা করা যায়, সে আল্লাহর সন্তুষ্টি লাভ করবে, এরপর আল্লাহ্ তার প্রতি কিয়ামত পর্যন্ত তাঁর সন্তুষ্টি (নিজের জন্য) অপরিহার্য করে নেন। আর তোমাদের মধ্যে এমনও লোক আছে, সে এমন বাক্যালাপ করে, যা দ্বারা আল্লাহ্ অসন্তুষ্ট হন এবং পরিণতি যা হওয়ার তাই হয়। এরপর আল্লাহ্ তার প্রতি কিয়ামত পর্যন্ত তাঁর অসন্তুষ্টি (নিজের জন্য) অপরিহার্য করে নেন। আলকামা (র) বলেন: হে হতভাগা! তুমি যা বল, তা ভেবে চিন্তে বল, যা উক্তি কর চিন্তা করে করো। অনেক সময় আমরা অনেক কথা যা বলার ইচ্ছা করি, কিন্তু বিলাল ইবনে হারিসের উক্ত হাদীসটি আমাকে তা থেকে বিরত রাখে।
(ইবনে মাজা, ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। তিরমিযী ও হাকিম মারফু' সূত্রে ইস্পাহানী (র)ও উক্ত হাদীসটি বর্ণনা করেন। তবে তার বর্ণনায় রয়েছে: বিলাল ইবনে হারিস (রা) থেকে বর্ণিত। তিনি তার পুত্রকে বলেন: "তোমরা যখন কোন শাসকের নিকট যাবে, তখন উত্তমরূপে (রাসূলের আদর্শমত) উপস্থিত হবে। কেননা, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ এই বলে তিনি হাদীসটি উল্লেখ করেন"।)
كتاب القضاء
التَّرْغِيب فِي الِامْتِنَاع عَن الدُّخُول على الظلمَة والترهيب من الدُّخُول عَلَيْهِم وتصديقهم وإعانتهم
3412- وَعَن عَلْقَمَة بن أبي وَقاص اللَّيْثِيّ رَضِي الله عَنهُ أَنه مر بِرَجُل من أهل الْمَدِينَة لَهُ شرف وَهُوَ جَالس بسوق الْمَدِينَة فَقَالَ عَلْقَمَة يَا فلَان إِن لَك حُرْمَة وَإِن لَك حَقًا وَإِنِّي رَأَيْتُك تدخل على هَؤُلَاءِ الْأُمَرَاء فتتكلم عِنْدهم وَإِنِّي سَمِعت بِلَال بن الْحَارِث رَضِي الله عَنهُ صَاحب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن أحدكُم ليَتَكَلَّم بِالْكَلِمَةِ من رضوَان الله مَا يظنّ أَن تبلغ مَا بلغت فَيكْتب الله لَهُ بهَا رضوانه إِلَى يَوْم يلقاه وَإِن أحدكُم ليَتَكَلَّم بِالْكَلِمَةِ من سخط الله مَا يظنّ أَن تبلغ مَا بلغت فَيكْتب الله لَهُ بهَا سخطه إِلَى يَوْم
الْقِيَامَة
قَالَ عَلْقَمَة انْظُر وَيحك مَاذَا تَقول وَمَا تكلم بِهِ فَرب كَلَام قد منعنيه مَا سَمِعت من بِلَال بن الْحَارِث

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وروى التِّرْمِذِيّ وَالْحَاكِم الْمَرْفُوع مِنْهُ وصححاه
وَرَوَاهُ الْأَصْفَهَانِي إِلَّا أَنه قَالَ عَن بِلَال بن الْحَارِث أَنه قَالَ لِبَنِيهِ إِذا حضرتم عِنْد ذِي سُلْطَان فَأحْسنُوا الْمحْضر فَإِنِّي سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول فَذكره
tahqiqতাহকীক:তাহকীক চলমান