আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা

হাদীস নং: ৩৪০৬
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
যুলুম থেকে বারণ করার প্রতি অনুপ্রেরণা এবং সেখানে গমন করা, তাদের সত্যায়িত ও তাদের সহযোগিতা করার প্রতি ভীতি প্রদর্শন
৩৪০৬. তিরমিযীর অন্য বর্ণনায় আছে, হযরত কা'ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদের নিকট আসেন। আরবদের গণনা অনুযায়ী আমরা নয়জন ছিলাম এবং আজমীদের গণনা অনুযায়ী পাঁচ এবং চারজন ছিলাম। এরপর তিনি বলেন: তোমরা গভীর মনোযোগ সহকারে শোন। তোমরা কি গভীর মনোযোগ সহকারে শুনবে? অবস্থা হচ্ছে এইঃ আমার পরে অচিরেই কিছু সংখ্যক যালিম শাসকের আবির্ভাব হবে। তখন একদল লোক তাদের কাছে গমনাগমন করবে, তাদের মিথ্যাকে সত্যায়ন করবে এবং তাদের যুলমে সাহায্য করবে, তারা আমার দলভূক্ত নয় এবং আমিও তাদের দলভূক্ত নই এবং তারা আমার হাউযে কাওসারের নিকট আসতে পারবে না। আর যারা তাদের নিকট যাতায়াত করবে না, তাদের যুলমে সহযোগিতা করবে না, তাদের মিথ্যাকে সত্যায়ন করবে না, তারা আমার দলভূক্ত, আমিও তাদের দলভূক্ত এবং তারা আমার হাউযে কাওসারের নিকট আসতে পারবে।
ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি গরীব-সহীহ।
كتاب القضاء
التَّرْغِيب فِي الِامْتِنَاع عَن الدُّخُول على الظلمَة والترهيب من الدُّخُول عَلَيْهِم وتصديقهم وإعانتهم
3406- وَفِي رِوَايَة لَهُ أَيْضا عَن كَعْب بن عجْرَة قَالَ خرج إِلَيْنَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَنحن تِسْعَة خَمْسَة وَأَرْبَعَة أحد العددين من الْعَرَب وَالْآخر من الْعَجم فَقَالَ اسمعوا هَل سَمِعْتُمْ إِنَّه سَيكون بعدِي أُمَرَاء فَمن دخل عَلَيْهِم فَصَدَّقَهُمْ بكذبهم وَأَعَانَهُمْ على ظلمهم فَلَيْسَ مني وَلست مِنْهُ وَلَيْسَ بوارد على الْحَوْض وَمن لم يدْخل عَلَيْهِم وَلم يُعِنْهُمْ على ظلمهم وَلم يُصدقهُمْ بكذبهم فَهُوَ مني وَأَنا مِنْهُ وَهُوَ وَارِد على الْحَوْض

قَالَ التِّرْمِذِيّ حَدِيث غَرِيب صَحِيح
tahqiqতাহকীক:তাহকীক চলমান