আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩০৮
অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
অধ্যায়: বিচার ব্যবস্থা ও অন্যান্য বিষয়।
নিজের উপর আস্থাশীল না হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাজা বাদশাহ ও শাসক নিযুক্ত হয়। বিচার করে এবং নেতৃত্ব গ্রহণ করে তার প্রতি ভীতি প্রদর্শন এবং যে ব্যক্তি নিজকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করে উপরোক্ত বিষয় প্রার্থনা করে তার প্রতি ভীতি প্রদর্শন
নিজের উপর আস্থাশীল না হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাজা বাদশাহ ও শাসক নিযুক্ত হয়। বিচার করে এবং নেতৃত্ব গ্রহণ করে তার প্রতি ভীতি প্রদর্শন এবং যে ব্যক্তি নিজকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করে উপরোক্ত বিষয় প্রার্থনা করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৩০৮. হযরত মিক্দাম ইবনে মাদী কাবির (রা) থেকে বর্ণিত। একদা রাসূলুল্লাহ (ﷺ) তাঁর দুই কাঁধে হাত রেখে বলেন, হে কাদীম! তুমি শাসক, সচিব ও আমীর না হয়ে মৃত্যুবরণ করলেই (পরকালে) সফলকাম হবে।
(আবু দাউদ বর্ণিত সালিহ ইবনে ইয়াহইয়া ইবনে মিকদাম সম্পর্কে সামনে আলোচনা আসবে।)
(আবু দাউদ বর্ণিত সালিহ ইবনে ইয়াহইয়া ইবনে মিকদাম সম্পর্কে সামনে আলোচনা আসবে।)
كتاب القضاء
كتاب الْقَضَاء وَغَيره
التَّرْهِيب من تولي السلطنة وَالْقَضَاء والإمارة سِيمَا لمن لَا يَثِق بِنَفسِهِ وترهيب من وثق بِنَفسِهِ أَن يسْأَل شَيْئا من ذَلِك
التَّرْهِيب من تولي السلطنة وَالْقَضَاء والإمارة سِيمَا لمن لَا يَثِق بِنَفسِهِ وترهيب من وثق بِنَفسِهِ أَن يسْأَل شَيْئا من ذَلِك
3308- وَعَن الْمِقْدَام بن معديكرب رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ضرب على مَنْكِبَيْه ثمَّ قَالَ أفلحت يَا قديم إِن مت وَلم تكن أَمِيرا وَلَا كَاتبا وَلَا عريفا
رَوَاهُ أَبُو دَاوُد
وَفِي صَالح بن يحيى بن الْمِقْدَام كَلَام قريب لَا يقْدَح
رَوَاهُ أَبُو دَاوُد
وَفِي صَالح بن يحيى بن الْمِقْدَام كَلَام قريب لَا يقْدَح