আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৯. অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
হাদীস নং: ৩৩০৭
 অধ্যায়ঃ বিচার ব্যবস্থা
অধ্যায়: বিচার ব্যবস্থা ও অন্যান্য বিষয়।
নিজের উপর আস্থাশীল না হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাজা বাদশাহ ও শাসক নিযুক্ত হয়। বিচার করে এবং নেতৃত্ব গ্রহণ করে তার প্রতি ভীতি প্রদর্শন এবং যে ব্যক্তি নিজকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করে উপরোক্ত বিষয় প্রার্থনা করে তার প্রতি ভীতি প্রদর্শন
নিজের উপর আস্থাশীল না হওয়া সত্ত্বেও যে ব্যক্তি রাজা বাদশাহ ও শাসক নিযুক্ত হয়। বিচার করে এবং নেতৃত্ব গ্রহণ করে তার প্রতি ভীতি প্রদর্শন এবং যে ব্যক্তি নিজকে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মনে করে উপরোক্ত বিষয় প্রার্থনা করে তার প্রতি ভীতি প্রদর্শন
৩৩০৭. হযরত আবদুল্লাহ্ ইবনে আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হামযা ইবনে আবদুল মুত্তালিব (রা) রাসুলুল্লাহ (ﷺ)-এর নিকট আসেন এবং বলেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আপনি আমাকে এমন কাজের কথা বলুন, যাতে আমি (ঈমানের উপর) জীবন অতিবাহিত করতে পারি। রাসুলুল্লাহ (ﷺ) বলেন: হে হামযা! তোমার কাছে কোন আত্মা প্রিয়, জীবন্ত না মৃত। তিনি বলেন, জীবন্ত আত্মা। তিনি (রাসুলুল্লাহ ﷺ) বলেন: আল্লাহ -ভীরু, ন্যায়পরায়ণ ও সৎকর্মশীল হিসেবে জীবন গড়ে তোল।
(আহমাদ বর্ণিত ইবনে লাহীয়া ব্যতীত তার অন্যান্য বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ বর্ণিত ইবনে লাহীয়া ব্যতীত তার অন্যান্য বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب القضاء
كتاب الْقَضَاء وَغَيره 
التَّرْهِيب من تولي السلطنة وَالْقَضَاء والإمارة سِيمَا لمن لَا يَثِق بِنَفسِهِ وترهيب من وثق بِنَفسِهِ أَن يسْأَل شَيْئا من ذَلِك
التَّرْهِيب من تولي السلطنة وَالْقَضَاء والإمارة سِيمَا لمن لَا يَثِق بِنَفسِهِ وترهيب من وثق بِنَفسِهِ أَن يسْأَل شَيْئا من ذَلِك
3307- وَعَن عبد الله بن عَمْرو رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَ حَمْزَة بن عبد الْمطلب رَضِي الله عَنهُ إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله اجْعَلنِي على شَيْء أعيش بِهِ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَا حَمْزَة نفس تحييها أحب إِلَيْك أم نفس تميتها قَالَ نفس أحييها
قَالَ عَلَيْك نَفسك
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا ابْن لَهِيعَة
قَالَ عَلَيْك نَفسك
رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات إِلَّا ابْن لَهِيعَة