আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩২০৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পরচুলা ব্যবহারকারিনী, তা প্রস্তুতকারিনী, উল্কি অংকনকারিনী, যে উল্কি অংকন করায়, যে ভ্রুর চুল উৎপাটন করে, যে তা করায় এবং দাঁত ঘর্ষণ করার প্রতি ভীতি প্রদর্শন
৩২০৬. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে সব নারী শরীরে উল্কি আঁকায় আর যারা এঁকে দেয়, সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত ঘর্ষণকারিনী এবং চোখের পাতা বা ভ্রুর চুল উৎপাটনকারিনী এবং এভাবে আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন আনয়নকারিনীদের রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন। জনৈকা মহিলা আবদুল্লাহ্ ইবনে মাসউদ (রা)-কে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বলেন: যাকে রাসূলুল্লাহ (ﷺ) লা'নত করেছেন, আমি তাকে কেন লা'নত করব না, আর এটা তো কুরআন মজীদেও আছে। মহান আল্লাহ্ বলেছেন: "রাসূল (ﷺ) তোমাদের যা কিছু দেন, তা গ্রহণ কর এবং যা হতে তোমাদের নিষেধ করেন তা থেকে বিরত থাক"। (সূরা হাশর: ৭)
(বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।
للمتفلجة সৌন্দর্য বৃদ্ধির জন্য দাঁত মর্ষণকারিনী।)
كتاب اللباس
ترهيب الْوَاصِلَة وَالْمسْتَوْصِلَة والواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجة
3206- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ أَنه قَالَ لعن رَسُول الله الْوَاشِمَات وَالْمُسْتَوْشِمَات وَالْمُتَنَمِّصَات وَالْمُتَفَلِّجَات لِلْحسنِ الْمُغيرَات خلق الله فَقَالَت لَهُ امْرَأَة فِي ذَلِك فَقَالَ وَمَا لي لَا ألعن من لَعنه رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَفِي كتاب الله قَالَ الله تَعَالَى وَمَا آتَاكُم الرَّسُول فَخُذُوهُ وَمَا نهاكم عَنهُ فَانْتَهوا الْحَشْر 7

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
المتفلجة هِيَ الَّتِي تفلج أسنانها بالمبرد وَنَحْوه للتحسين
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আত্-তারগীব ওয়াত্-তারহীব - হাদীস নং ৩২০৬ | মুসলিম বাংলা