আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৮৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৭. হযরত আবু ইয়াফুর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনে উমার (রা)-এর কাছে জনৈক ব্যক্তিকে প্রশ্ন করতে শুনেছিঃ আমি কত দামের পোশাক পরিধান করব? তিনি বলেন, (এত মূল্যের পোশাক পরবে) যাতে অজ্ঞ লোকেরা তোমাকে তুচ্ছজ্ঞান না করে এবং বিজ্ঞগণ তোমাকে দোষী মনে না করে। প্রশ্নকারী আবার বলল: এর পরিমাণ কি? তিনি বললেন: পাঁচ থেকে বিশ দিরহামের মধ্যে।
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
(তাবারানী বর্ণিত। তাঁর বর্ণনাকারীদের বর্ণনা বিশুদ্ধ সূত্রে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3187- وَعَن أبي يَعْفُور قَالَ سَمِعت ابْن عمر رَضِي الله عَنْهُمَا يسْأَله رجل مَا ألبس من الثِّيَاب قَالَ مَا لَا يزدريك فِيهِ السُّفَهَاء وَلَا يعيبك بِهِ الْحُكَمَاء
قَالَ مَا هُوَ قَالَ مَا بَين الْخَمْسَة دَرَاهِم إِلَى الْعشْرين درهما
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح
قَالَ مَا هُوَ قَالَ مَا بَين الْخَمْسَة دَرَاهِم إِلَى الْعشْرين درهما
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح