আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১৮৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৮৬. হযরত সাওবান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমরা দুনিয়ার কতটুকু গ্রহণ করব? তিনি বলেন, যে বস্তু তোমার ক্ষুধা নিবারণ করে ও তোমার লজ্জাস্থান আবৃত করে। আর যদি তোমার একটি ঘর থাকে, যা তোমার অশ্রয়ের কাজে আসে, তা তোমাদের জন্য বৈধ। আর যদি তোমার একটি বাহন থাকে, তবে তো অনেক বেশী।
(তাবারানী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3186- وَرُوِيَ عَن ثَوْبَان رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله مَا يَكْفِينِي من الدُّنْيَا قَالَ مَا سد جوعتك ووارى عورتك وَإِن كَانَ لَك بَيت يظلك فَذَاك وَإِن كَانَ لَك دَابَّة فبخ بخ

رَوَاهُ الطَّبَرَانِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান