আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
হাদীস নং: ৩১৭৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
পোশাকে বড়াই বর্জন ও বিনয় অবলম্বন এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ﷺ) এবং তাঁর সাহাবীদের অনুসরণের প্রতি অনুপ্রেরণা এবং প্রসিদ্ধি, অহংকার ও চাকচিক্য প্রদর্শনের পোশাক পরিধানের প্রতি ভীতি প্রদর্শন
৩১৭৮. হযরত উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মুস'আব ইবনে উমায়র (রা) ভেড়ার চামড়া দ্বারা কোমর বেঁধে আসছিলেন, আর রাসূলুল্লাহ্ (ﷺ) তাকিয়ে এ দৃশ্য দেখছিলেন। নবী (ﷺ) বলেন, তোমরা এই ব্যক্তির দিকে তাকাও, আল্লাহ্ তাঁর অন্তর ঈমান দ্বারা জ্যোতির্ময় করে দিয়েছেন। আমি তাঁকে তার পিতামাতার কাছে থাকাকালে উত্তম পানাহার করতে এবং দুইশ' দিরহাম মূল্যের চাদর পরিধান করতে দেখেছি। কোন বর্ণনা شراها অথবা شریت উল্লিখিত হয়েছে। এরপর আল্লাহ্ এবং তাঁর রাসূলের ভালোবাসা তাঁকে ঐ অবস্থার দিকে আহবান করল, যে অবস্থায় তোমরা এখন তাকে দেখতে পাচ্ছ।
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
(তাবারানী ও বায়হাকী বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي ترك الترفع فِي اللبَاس تواضعا واقتداء بأشرف الْخلق مُحَمَّد صلى الله عَلَيْهِ وَسلم وَأَصْحَابه والترهيب من لِبَاس الشُّهْرَة وَالْفَخْر والمباهاة
3178- وَعَن عمر رَضِي الله عَنهُ قَالَ نظر رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِلَى مُصعب بن عُمَيْر مُقبلا عَلَيْهِ إهَاب كَبْش قد تنطق بِهِ فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم انْظُرُوا إِلَى هَذَا الَّذِي نور الله قلبه لقد رَأَيْته بَين أبوين يغذوانه بأطيب الطَّعَام وَالشرَاب وَلَقَد رَأَيْت عَلَيْهِ حلَّة شراها أَو شريت بِمِائَتي دِرْهَم فَدَعَاهُ حب الله وَحب رَسُوله إِلَى مَا ترَوْنَ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ وَالْبَيْهَقِيّ