আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ

হাদীস নং: ৩১০২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০২. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: রাসূলুল্লাহ্ (ﷺ) বস্ত্র পরিধানের ব্যাপারে যা বলেছেন, তা হল: জামা।
(আবু দাউদ।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3102- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ مَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الْإِزَار فَهُوَ فِي الْقَمِيص

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiqতাহকীক:তাহকীক চলমান