আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৯৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামী-স্ত্রীর মধ্যকার গোপনীয়তা প্রকাশের প্রতি ভীতি প্রদর্শন
৩০৯৬. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি কারো সাথে একটি কথা বলল, এরপর সে তার দিকে তাকাল- এও আমানত।
(আবূ দাউদ ও তিরমিযী। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান। উক্ত হাদীসটি আমি কেবলমাত্র ইবনে আবু যি'ব থেকে জানি। হাফিয মুনযিরী (র) বলেন: ইবনে আতা মাদানী ত্রুটিমুক্ত। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب النكاح
التَّرْهِيب من إفشاء السِّرّ سِيمَا مَا كَانَ بَين الزَّوْجَيْنِ
3096- وَعنهُ رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِذا حدث رجل رجلا بِحَدِيث ثمَّ الْتفت فَهُوَ أَمَانَة

رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن إِنَّمَا نعرفه من حَدِيث ابْن أبي ذِئْب
قَالَ الْحَافِظ ابْن عَطاء الْمدنِي وَلَا يمْنَع من تَحْسِين الْإِسْنَاد وَالله أعلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান