আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৯৫
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামী-স্ত্রীর মধ্যকার গোপনীয়তা প্রকাশের প্রতি ভীতি প্রদর্শন
৩০৯৫. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: প্রত্যেক মজলিসই আমানত, কেবলমাত্র তিনটি মজলিস ব্যতীত। আর তা হল: ১. অন্যায়ভাবে কাউকে হত্যা করার মজলিস, ২. ব্যভিচারের মজলিস এবং ৩. অন্যায়ভাবে সম্পদ ছিনিয়ে নেওয়ার মজলিস।
(আবূ দাউদ (র) উক্ত হাদীসটি হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা)-এর ভ্রাতুস্পুত্র হতে বর্ণনা করেন। তবে তিনি অপরিচিত। আবু দাউদের অপর সূত্রে আবদুল্লাহ ইবনে নাফিস-সায়িগ হতে বর্ণিত। এই সূত্রে ইমাম মুসলিমও বর্ণনা করেন। তবে এ বিষয়ে সমালোচনা রয়েছে।)
(আবূ দাউদ (র) উক্ত হাদীসটি হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা)-এর ভ্রাতুস্পুত্র হতে বর্ণনা করেন। তবে তিনি অপরিচিত। আবু দাউদের অপর সূত্রে আবদুল্লাহ ইবনে নাফিস-সায়িগ হতে বর্ণিত। এই সূত্রে ইমাম মুসলিমও বর্ণনা করেন। তবে এ বিষয়ে সমালোচনা রয়েছে।)
كتاب النكاح
التَّرْهِيب من إفشاء السِّرّ سِيمَا مَا كَانَ بَين الزَّوْجَيْنِ
3095- وَعَن جَابر بن عبد الله رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْمجْلس بالأمانة إِلَّا ثَلَاث مجَالِس سفك دم حرَام أَو فرج حرَام أَو اقتطاع مَال بِغَيْر حق
رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة ابْن أخي جَابر بن عبد الله وَهُوَ مَجْهُول وَفِيه أَيْضا عبد الله بن نَافِع الصَّائِغ
روى لَهُ مُسلم وَغَيره وَفِيه كَلَام
رَوَاهُ أَبُو دَاوُد من رِوَايَة ابْن أخي جَابر بن عبد الله وَهُوَ مَجْهُول وَفِيه أَيْضا عبد الله بن نَافِع الصَّائِغ
روى لَهُ مُسلم وَغَيره وَفِيه كَلَام