আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৭৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭৮. রাসূলুল্লাহ্ (ﷺ)-এর মেষপালক হযরত আবু সালমা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ বাহ! বাহ! এরপর তিনি তাঁর হাতের আঙগুল যারা ইশারা করে বলেন: মীযানের (পাল্লায়) পাঁচটি বস্তু কতই না ভারী। তা হলঃ ১. সুবহানাল্লাহ, ২. আল-হামদুল্লিাহ, ৩. লা-ইলাহা ইল্লাল্লাহ, ৪. আল্লাহু আকবার এবং ৫. কোন মুসলমানের সুসন্তান মারা যাওয়া এবং তার জন্য সাওয়াবের আশা করা।
(নাসাঈ, ইবনে হিববানের সহীহ গ্রন্থে নিজ শব্দেও হাকিম। বাযযার সাওবান (রা) থেকে হাদীস বর্ণনা করেন। তার সনদ সূত্র উত্তম, তাবারানী সাফীনা (রা) থেকে হাদীস বর্ণনা করেন। তবে তার রিওয়ায়াতের বর্ণনাকারীগণ বিশুদ্ধভাবে বর্ণনা করেন এবং তাদের বর্ণনা পেছনে অতিবাহিত হয়েছে।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3078- وَعَن أبي سلمى رَضِي الله عَنهُ راعي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول بخ بخ وَأَشَارَ بِيَدِهِ لخمس مَا أثقلهن فِي الْمِيزَان سُبْحَانَ الله وَالْحَمْد لله وَلَا إِلَه إِلَّا الله وَالله أكبر وَالْولد الصَّالح يتوفى للمرء الْمُسلم فيحتسبه

رَوَاهُ النَّسَائِيّ وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَرَوَاهُ الْبَزَّار من حَدِيث ثَوْبَان وَحسن إِسْنَاده وَالطَّبَرَانِيّ من حَدِيث سفينة وَرِجَاله رجال الصَّحِيح وَتقدم
tahqiqতাহকীক:তাহকীক চলমান