আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০৭৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৭৭. হযরত মু'আয (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। কোন মুসলিম পিতামাতার তিনটি সন্তান মারা গেলে, আল্লাহ তাঁর অনুগ্রহ ও দয়ায় তাদের উভয়কে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কিরাম বলেনঃ ইয়া রাসূলাল্লাহ! দু'টি হলে? তিনি বলেন: দু'টি হলেও। তারা বলেন, একটি হলে? উত্তরে তিনি বলেন, যাঁর হাতে আমার জীবন, তাঁর শপথ। গর্ভপাতের সন্তান তার মাকে নিজ নাড়ি ভূড়ি দিয়ে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে, যদি সে সাওয়াবের আশা করে।
(আহমাদ ও তাবারানী। আহমাদ উত্তম সনদে অথবা উত্তম সনদের কাছাকাছি সনদে বর্ণনা করেছেন। السرر নাড়িভূড়ি।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3077- وَعَن معَاذ رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم مَا من مُسلمين يتوفى لَهما ثَلَاثَة من الْوَلَد إِلَّا أدخلهما الله الْجنَّة بِفضل رَحمته إيَّاهُم قَالُوا يَا رَسُول الله أَو اثْنَان قَالَ أَو اثْنَان
قَالُوا أَو وَاحِد ثمَّ قَالَ وَالَّذِي نَفسِي بِيَدِهِ إِن السقط ليجر أمه بسرره إِلَى الْجنَّة إِذا احتسبته رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَإسْنَاد أَحْمد حسن أَو قريب من الْحسن
tahqiqতাহকীক:তাহকীক চলমান