আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০৬৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
যার তিনটি সন্তান অথবা দু'টি সন্তান অথবা একটি সন্তান মারা যায়, তার প্রচুর সাওয়াব লাভ সম্পর্কিত আলোচনা ও অনুপ্রেরণা
৩০৬৭. হযরত উকবা ইবনে আমির (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যার তিনটি সন্তান মারা যায়, এরপর সে আল্লাহর কাছে (তাদের বিনিময়ে) সাওয়াবের আশা রাখে তার জন্য জান্নাত অবধারিত।
(আহমাদ ও তাবারানী এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
(আহমাদ ও তাবারানী এবং তাঁর বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب النكاح
ترغيب من مَاتَ لَهُ ثَلَاثَة من الْأَوْلَاد أَو اثْنَان أَو وَاحِد فِيمَا يذكر من جزيل الثَّوَاب
3067- وَعَن عقبَة بن عَامر رَضِي الله عَنهُ عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ من أثكل ثَلَاثَة من صلبه فاحتسبهم على الله فِي سَبِيل الله عز وَجل وَجَبت لَهُ الْجنَّة
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات