আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০২৪
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রী ও পরিবার-পরিজনের খোরপোষ সংস্থানের প্রতি অনুপ্রেরণা এবং তাদের প্রতি অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন এবং কন্যাদের খোরপোষ এবং তাদের আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রসঙ্গে
৩০২৪. হযরত ইরবায ইবনে সারীয়া (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছিঃ কোন ব্যক্তি তার স্ত্রীকে পানি পান করালে, তাকে পুরষ্কৃত করা হবে। তিনি বলেন: আমি (রাসুলুল্লাহ (ﷺ) -এর বক্তব্য অনুসারে) আমার স্ত্রীর কাছে গেলাম এবং তাকে পানি পান করালাম এবং তার কাছে রাসুলুল্লাহ্ থেকে দ্রুত হাদীসটি বললাম।
(আহমদ, তাবারানীর কাবীর ও আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النَّفَقَة على الزَّوْجَة والعيال والترهيب من إضاعتهم وَمَا جَاءَ فِي النَّفَقَة على الْبَنَات وتأديبهن
3024- وَرُوِيَ عَن الْعِرْبَاض بن سَارِيَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
يَقُول إِن الرجل إِذا سقى امْرَأَته من المَاء أجر
قَالَ فأتيتها فسقيتها وحدثتها بِمَا سَمِعت من رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير والأوسط
tahqiqতাহকীক:তাহকীক চলমান