আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০২৩
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রী ও পরিবার-পরিজনের খোরপোষ সংস্থানের প্রতি অনুপ্রেরণা এবং তাদের প্রতি অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন এবং কন্যাদের খোরপোষ এবং তাদের আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রসঙ্গে
৩০২৩. হযরত আমর ইবনে উমায়্যা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা উসমান ইবনে আফফান (রা) অথবা আবদুর রহমান ইবনে আওফ (রা) একটি চাদরের কাছ দিয়ে পথ অতিক্রম করেন। আমর ইবনে উমায়্যা চাদরটি খুব দামী মনে করেন। বর্ণনাকারী বলেন, এরপর তিনি (উসমান অথবা আবদুর রহমান) চাদর পরিধান করে আমর ইবনে উমায়্যার কাছ দিয়ে যাচ্ছিলেন। আমর ইবনে উমায়্যা তাঁর নিকট থেকে তা ক্রয় করেন এবং তাঁর স্ত্রী সুখায়লা বিনত উবায়দা ইবনে হারিস ইবনে মুত্তালিবকে দান করেন। এরপর তার নিকট দিয়ে উসমান অথবা আবদুর রহমান (রা) পথ অতিক্রমকালে জিজ্ঞেস করেন: তুমি যে চাদরটি ক্রয় করেছ, তা কি করেছ? তখন আমর বলেনঃ আমি তা আমার স্ত্রী সুখায়লা বিনত উবায়দাকে দান করেছি। তখন তিনি (উসমান অথবা আবদুর রহমান) বলেনঃ তুমি তোমার পরিবারের জন্য যা কিছু ব্যয় করবে, তা সবই দানের অন্তর্ভুক্ত। এরপর আমর (রা) বলেন। একথাটি আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। বর্ণনাকারী বলেন: রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, আমরও তাই বলেছেন। এরপর তিনি (উসমান অথবা আবদুর রহমান) বলেন: তুমি তোমার পরিবারের জন্য যা কিছু ব্যয় করবে, তা সবই দানের অন্তর্ভুক্ত। এরপর আমর (রা) বলেন: একথাটি আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি। বর্ণনাকারী বলেন: রাসূলুল্লাহ (ﷺ) যা বলেছেন, আমরও তাই বলেছেন। পরে তিনি (উসমান অথবা আবদুর রহমান) বলেন: আমর সত্য বলেছে, তুমি তোমার পরিবারের জন্য যা ব্যয় করবে, তা দানের অন্তর্ভুক্ত।
([المرط] পশমী চাদর অথবা খায অঞ্চলের চাদর।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النَّفَقَة على الزَّوْجَة والعيال والترهيب من إضاعتهم وَمَا جَاءَ فِي النَّفَقَة على الْبَنَات وتأديبهن
3023- وَعَن عَمْرو بن أُميَّة رَضِي الله عَنهُ قَالَ مر عُثْمَان بن عَفَّان أَو عبد الرَّحْمَن بن عَوْف بمرط واستغلاه
قَالَ فَمر بِهِ على عَمْرو بن أُميَّة فَاشْتَرَاهُ فَكَسَاهُ امْرَأَته سخيلة بنت عُبَيْدَة بن الْحَارِث بن الْمطلب فَمر بِهِ عُثْمَان أَو عبد الرَّحْمَن فَقَالَ مَا فعل المرط الَّذِي ابتعت قَالَ عَمْرو تَصَدَّقت بِهِ على سخيلة بنت عُبَيْدَة فَقَالَ إِن كل مَا صنعت إِلَى أهلك صَدَقَة فَقَالَ عَمْرو سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول ذَاك فَذكر مَا قَالَ عَمْرو لرَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ صدق عَمْرو كل مَا صنعت إِلَى أهلك فَهُوَ صَدَقَة عَلَيْهِم

رَوَاهُ أَبُو يعلى وَالطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات وروى أَحْمد الْمَرْفُوع مِنْهُ قَالَ مَا أعْطى الرجل أَهله فَهُوَ صَدَقَة
المرط بِكَسْر الْمِيم كسَاء من صوف أَو خَز يؤتزر بِهِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পরিবারবর্গের পেছনে অর্থব্যয়কে সদাকা সাব্যস্ত করেছেন। অর্থাৎ তাতে সদাকার ছাওয়াব পাওয়া যায়।
সুবহানাল্লাহ! মহান আল্লাহ কতইনা দয়াময়। পরিবার-পরিজনের পেছনে মানুষ স্বভাবতই ব্যয় করে থাকে। এ ব্যাপারে অবহেলা করে ঘোর নিষ্ঠুর কিংবা চরম উদাসীন প্রকৃতির লোক। এরকম লোক ছাড়া প্রায় সকলেই নিজ মনের আনন্দ ও পরিতৃপ্তির জন্যই বিবি-বাচ্চার জন্য টাকা-পয়সা খরচ করে এবং তাদের জন্যই আয় রোযগার করে। তো যে কাজটি মানুষ স্বভাবতই মনের আগ্রহে করে থাকে তাতেও সদাকার ছাওয়াব পাওয়া যায়।
আবার এভাবেও চিন্তা করা যায় যে, পরিবার-পরিজনের পেছনে ব্যয় করা প্রত্যেকের অবশ্যকর্তব্য। শরীআত এটাকে ওয়াজিব করেছে। তাদের পেছনে ব্যয় করার দ্বারা ওয়াজিব আদায় ও কর্তব্য পালন হয়। তো যে ব্যয়ের দ্বারা কর্তব্য পালন হয় তাতে ছাওয়াবের প্রশ্ন কী? কিন্তু আল্লাহ তাআলা এতেও ছাওয়াব রেখেছেন। এটা কেবলই তাঁর রহমত ও দয়া। এর জন্য তাঁর হাজারও শোকর।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. পরিবার-পরিজনের পেছনে টাকা-পয়সা খরচ করা কেবল দুনিয়াবী কাজ নয়; এটা ছাওয়াবের কাজও বটে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান