আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ৩০১৮
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রী ও পরিবার-পরিজনের খোরপোষ সংস্থানের প্রতি অনুপ্রেরণা এবং তাদের প্রতি অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন এবং কন্যাদের খোরপোষ এবং তাদের আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রসঙ্গে
৩০১৮. হযরত কা'ব ইবনে উজরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ)-এর সাহাবাগণ এক ব্যক্তিকে নবী (ﷺ)-এর কাছ দিয়ে অহংকার ভরে পথ অতিক্রম করতে দেখলেন। তাঁরা বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! এই ভাবটি যদি আল্লাহর পথে হতো। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, যদি তার বীর বেশ তার নাবালেগ সন্তানের (রিযক সংগ্রহের) উদ্দেশ্যে হয়, তবে সে আল্লাহর পথেই রয়েছে। যদি তার বীর বেশে বের হওয়া তার বৃদ্ধ পিতামাতার জন্য হয়, তবে সে আল্লাহর পথেই চলেছে। যদি সে নিজকে ভিক্ষাবৃত্তি থেকে পবিত্র রাখার উদ্দেশ্যে পথ চলে, তবে সে আল্লাহর পথেই রয়েছে। পক্ষান্তরে, যদি সে প্রদর্শনী ও আত্মচারিতার বশবর্তী হয়ে পথ চলে, তবে সে শয়তানের পথেই রয়েছে।
(তাবারানী এবং তাঁর বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ।)
(তাবারানী এবং তাঁর বর্ণনাকারীদের বর্ণনা দলীলরূপে গ্রহণ করা বিশুদ্ধ।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النَّفَقَة على الزَّوْجَة والعيال والترهيب من إضاعتهم وَمَا جَاءَ فِي النَّفَقَة على الْبَنَات وتأديبهن
3018- وَعَن كَعْب بن عجْرَة رَضِي الله عَنهُ قَالَ مر على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم رجل فَرَأى أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من جلده ونشاطه فَقَالُوا يَا رَسُول الله لَو كَانَ هَذَا فِي سَبِيل الله فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن كَانَ خرج يسْعَى على وَلَده صغَارًا فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى على أبوين شيخين كبيرين فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى على نَفسه يعفها فَهُوَ فِي سَبِيل الله وَإِن كَانَ خرج يسْعَى رِيَاء ومفاخرة فَهُوَ فِي سَبِيل الشَّيْطَان
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرِجَاله رجال الصَّحِيح