আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ৩০১৭
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্ত্রী ও পরিবার-পরিজনের খোরপোষ সংস্থানের প্রতি অনুপ্রেরণা এবং তাদের প্রতি অবজ্ঞা করার প্রতি ভীতি প্রদর্শন এবং কন্যাদের খোরপোষ এবং তাদের আদব ও শিষ্টাচার শিক্ষা দেওয়া প্রসঙ্গে
৩০১৭. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) একদিন তাঁর সাহাবাদের বলেনঃ তোমরা দান-খয়রাত কর। এক ব্যক্তি বলল, ইয়া রাসুলাল্লাহ! আমার কাছে একটি দীনার (স্বর্ণমুদ্রা) আছে। তিনি বললেন, তোমার নিজের জন্য তা ব্যয় কর। সে বলল: আমার কাছে আরো একটি দীনার আছে। তিনি বললেনঃ তোমার স্ত্রীর জন্য তা ব্যয় কর। সে বলল: আমার কাছে আরো একটি আছে। তিনি বললেনঃ তোমার সন্তানের জন্য তা ব্যয় কর। সে বলল: আমার কাছে আরো একটি আছে। তিনি বললেন: তোমার খাদেমের জন্য তা ব্যয় কর। সে বলল: আমার কাছে আরো একটি আছে। তিনি বললেন। তুমি যা ভাল মনে কর।
(ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। ইবনে হিব্বানের অন্য বর্ণনায় "তুমি দান কর", এর পরিবর্তে "তুমি সর্বাবস্থায় দান কর" উল্লেখিত হয়েছে।)
كتاب النكاح
التَّرْغِيب فِي النَّفَقَة على الزَّوْجَة والعيال والترهيب من إضاعتهم وَمَا جَاءَ فِي النَّفَقَة على الْبَنَات وتأديبهن
3017- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَوْمًا لاصحابه تصدقوا فَقَالَ رجل يَا رَسُول الله عِنْدِي دِينَار قَالَ أنفقهُ على نَفسك
قَالَ إِن عِنْدِي آخر قَالَ أنفقهُ على زَوجتك
قَالَ إِن عِنْدِي آخر قَالَ أنفقهُ على ولدك
قَالَ إِن عِنْدِي آخر قَالَ أنفقهُ على خادمك
قَالَ عِنْدِي آخر قَالَ أَنْت أبْصر بِهِ

رَوَاهُ ابْن حبَان فِي صَحِيحه
وَفِي رِوَايَة لَهُ تصدق بدل أنْفق فِي الْكل
tahqiqতাহকীক:তাহকীক চলমান