আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়

হাদীস নং: ২৯৮৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
স্বামীর প্রতি তার স্ত্রীর হক আদায় ও তার প্রতি সদাচরণ এবং স্ত্রীর প্রতি তার স্বামীর হক আদায় ও আনুগত্য করার অনুপ্রেরণা এবং স্বামীর হক বিনষ্ট করা ও বিরোধিতা করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৮৬. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলল: ইয়া রাসূলাল্লাহ্। আমি আপনার কাছে মহিলাদের প্রতিনিধি হিসেবে এসেছি। আল্লাহ্ তা'আলা পুরুষদের উপর জিহাদ ফরয করেছেন। তাঁরা যুদ্ধ করলে পুরস্কৃত হয় এবং শহীদ হলেও তাঁরা জীবিত থাকে এবং তাঁদের প্রতিপালকের পক্ষ থেকে তাঁদের রিযক সরবরাহ করা হয়। আমরা নারী সম্প্রদায়, আমরা তাদের অধীনস্ত, কাজেই আমাদের দায়িত্ব কি? রাবী বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমার সাথে যে সকল মহিলার সাক্ষাৎ হবে, আমার পক্ষ থেকে তাদের জানিয়ে দেবে যে, তারা যেন তাদের স্বামীর আনুগত্য করে, আর তাতেই রয়েছে তাদের জিহাদের সমতুল্য সাওয়াব। অথচ এ কাজ (স্বামীর আনুগত্য) তোমাদের অল্প সংখ্যকেই করে থাকে।
(বাযযার সংক্ষেপে হাদীসটি বর্ণনা করেন। তাবারানী তাঁর হাদীসের শেষ পর্যায়ে বলেন: "এক মহিলা নবী (ﷺ)-এর কাছে এসে বলল: আমি আপনার কাছে মহিলাদের প্রতিনিধি হিসেবে এসেছি। মহিলারা আপনার কাছে আসতে খুবই আগ্রহী, এ বিষয়ে তারা জ্ঞাত হোক কি অজ্ঞাত। আল্লাহ্ তা'আলা নারী-পুরুষই (নির্বেশেষে সবার) প্রতিপালক ও ইলাহ্ এবং আপনি নারী-পুরুষ (সবার জন্য) আল্লাহর রাসূল। আল্লাহ্ তা'আলা পুরুষদের উপর জিহাদ ফরয করেছেন। তাঁরা যুদ্ধ করলে পুরষ্কৃত হয় এবং শহীদ হলে তাঁরা থাকে জান্নাতে এবং তাঁদের প্রতিপালকের পক্ষ থেকে তাঁদের রিযক সরবরাহ করা হয়। কাজেই, কোন ধরনের আনুগত্য করে তাঁদের সমকক্ষ হওয়া যাবে? তিনি বললেন: স্বামীদের আনুগত্য করে এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন থেকে, অথচ তোমাদের কম সংখ্যকই এ কাজ করে থাক।")
كتاب النكاح
ترغيب الزَّوْج فِي الْوَفَاء بِحَق زَوجته وَحسن عشرتها وَالْمَرْأَة بِحَق زَوجهَا وطاعته وترهيبها من إِسْقَاطه ومخالفته
2986 - وَرُوِيَ عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ جَاءَت امْرَأَة إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَت يَا رَسُول الله أَنا وافدة النِّسَاء إِلَيْك هَذَا الْجِهَاد كتبه الله على الرِّجَال فَإِن يُصِيبُوا أجروا وَإِن قتلوا كَانُوا أَحيَاء عِنْد رَبهم يرْزقُونَ وَنحن معشر النِّسَاء نقوم عَلَيْهِم فَمَا لنا من ذَلِك قَالَ فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أبلغي من لقِيت من النِّسَاء أَن طَاعَة الزَّوْج واعترافا بِحقِّهِ يعدل ذَلِك وَقَلِيل مِنْكُن من يَفْعَله

رَوَاهُ الْبَزَّار هَكَذَا مُخْتَصرا وَالطَّبَرَانِيّ فِي حَدِيث قَالَ فِي آخِره ثمَّ جَاءَتْهُ يَعْنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم امْرَأَة فَقَالَت إِنِّي رَسُول النِّسَاء إِلَيْك وَمَا مِنْهُنَّ امْرَأَة علمت أَو لم تعلم إِلَّا وَهِي تهوى مخرجي إِلَيْك
الله رب الرِّجَال وَالنِّسَاء وإلههن وَأَنت رَسُول الله إِلَى الرِّجَال وَالنِّسَاء كتب الله الْجِهَاد على الرِّجَال
فَإِن أَصَابُوا أجروا وَإِن اسْتشْهدُوا كَانُوا أَحيَاء عِنْد رَبهم يرْزقُونَ فَمَا يعدل ذَلِك من أَعْمَالهم من الطَّاعَة قَالَ طَاعَة أَزوَاجهنَّ والمعرفة بحقوقهن وَقَلِيل مِنْكُن من يَفْعَله
tahqiqতাহকীক:তাহকীক চলমান