আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৬. অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
হাদীস নং: ২৯৪৬
অধ্যায়ঃ বিবাহ সংশ্লিষ্ট বিষয়
বিবাহ অধ্যায় এবং এর সংশ্লিষ্ট বিষয়।
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
চোখ নিম্নগামী করার প্রতি অনুপ্রেরণা এবং অবাধ চলাফেরা, বেগানা মহিলার সাথে নির্জনবাস এবং তাকে স্পর্শ করার প্রতি ভীতি প্রদর্শন
২৯৪৬. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদে বসে থাকাবস্থায় মুযায়না গোত্রের এক মহিলা অপূর্ব সাজে সজ্জিত হয়ে মসজিদে প্রবেশ করে। তখন নবী (ﷺ) বলেনঃ হে মানব মণ্ডলী। তোমরা তোমাদের নারীদের অপূর্ব সাজে সজ্জিত হয়ে মসজিদে প্রবেশ করতে নিষেধ কর। কেননা, বনী ইসরাঈলের মহিলারা খোশবু লাগিয়ে, সাজে সজ্জিত হয়ে মসজিদে প্রবেশ করার কারণেই অভিশপ্ত হয়েছে।
(ইবনে মাজাহ (র) বর্ণিত।)
(ইবনে মাজাহ (র) বর্ণিত।)
كتاب النكاح
كتاب النِّكَاح وَمَا يتَعَلَّق بِهِ
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
الترغيب في غض البصر والترهيب من اطلاقه ومن الخلوة بالاجنبية ولمسها
2946- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت بَيْنَمَا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم جَالس فِي الْمَسْجِد إِذْ دخلت امْرَأَة من مزينة ترفل فِي زِينَة لَهَا فِي الْمَسْجِد فَقَالَ النَّبِي يَا أَيهَا النَّاس انهوا نساءكم عَن لبس الزِّينَة والتبختر فِي الْمَسْجِد فَإِن بني إِسْرَائِيل لم يلعنوا حَتَّى لبس نِسَاؤُهُم الزِّينَة وتبختروا فِي الْمَسَاجِد
رَوَاهُ ابْن مَاجَه
رَوَاهُ ابْن مَاجَه