আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৮১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
যমীন ও অন্যান্য বস্তু আত্মসাতের ভয়াবহ পরিণতি
২৮৮১. হযরত আবু মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ্! জঘন্যতম অন্যায় কোনটি? তিনি বললেন, মুসলিম ভাইয়ের অধিকার থেকে যমীনের এক হাত আত্মসাৎ করা। একটি কংকর নিয়ে থাকলে যমীনের গভীর তলদেশ পর্যন্ত বেড়ী পরিয়ে তাকে কিয়ামতের দিন উঠানো হবে। "যমীনের গভীরতা" সম্পর্কে আল্লাহ্ ছাড়া আর কেউ জানেনা, যিনি তা সৃষ্টি করেছেন।
(আহমাদ ও তাবারানী কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন। তবে আহমাদের সনদ হাসান।)
(আহমাদ ও তাবারানী কাবীর গ্রন্থে বর্ণনা করেছেন। তবে আহমাদের সনদ হাসান।)
كتاب البيوع
التَّرْهِيب من غصب الأَرْض وَغَيرهَا
2881- وَعَن أبي مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ قلت يَا رَسُول الله أَي الظُّلم أظلم فَقَالَ ذِرَاع من الأَرْض ينتقصها الْمَرْء الْمُسلم من حق أَخِيه فَلَيْسَ حَصَاة من الأَرْض يَأْخُذهَا إِلَّا طوقها يَوْم الْقِيَامَة إِلَى قَعْر الأَرْض وَلَا يعلم قعرها إِلَّا الله الَّذِي خلقهَا
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإسْنَاد أَحْمد حسن
رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ فِي الْكَبِير وَإسْنَاد أَحْمد حسن