আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৮০
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
যমীন ও অন্যান্য বস্তু আত্মসাতের ভয়াবহ পরিণতি
২৮৮০. হযরত সা'দ ইবনে আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অবৈধভাবে কারো যমীনের কিছু অংশও আত্মসাৎ করবে, তার গলায় সাত স্তর যমীনের বেড়ী পরিয়ে দেওয়া হবে এবং তার ফরয ও নফল ইবাদত কিছুই কবুল করা হবে না।
(হামযা ইবনে মুহাম্মদ সূত্রে ইমাম আহমাদ ও তাবারানী (র) বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من غصب الأَرْض وَغَيرهَا
2880- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من أَخذ شَيْئا من الأَرْض بِغَيْر حلّه طوقه من سبع أَرضين لَا يقبل مِنْهُ صرف وَلَا عدل

رَوَاهُ أَحْمد وَالطَّبَرَانِيّ من رِوَايَة حَمْزَة بن أبي مُحَمَّد
tahqiqতাহকীক:তাহকীক চলমান