আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৭২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৭২. কাসিম ইবনে আবদুল ওয়াহিদ আল-ওয়াররাক (র) বলেন, আমি আবদুল্লাহ্ ইবনে আবু আওফা (রা)-কে বাজারে মুদ্রা বিনিময়ের স্থানে দেখলাম। তিনি বললেন, হে মুদ্রা বিনিময়কারীগণ! তোমরা সুসংবাদ গ্রহণ কর। তারা বলল, আল্লাহ্ তা'আলা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। হে আবু মুহাম্মদ! আপনি 'আমাদের কিসের সুসংবাদ দিচ্ছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন, তোমরা দোযখের সুসংবাদ গ্রহণ কর।
(তাবারানী এটি দোষমুক্ত সনদে বর্ণনা করেছেন।)
(তাবারানী এটি দোষমুক্ত সনদে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2872- وَعَن الْقَاسِم بن عبد الْوَاحِد الْوراق قَالَ رَأَيْت عبد الله بن أبي أوفى رَضِي الله عَنْهُمَا فِي السُّوق فِي الصيارفة فَقَالَ يَا معشر الصيارفة أَبْشِرُوا قَالُوا بشرك الله بِالْجنَّةِ بِمَ تبشرنا يَا أَبَا مُحَمَّد قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَبْشِرُوا بالنَّار
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ
رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد لَا بَأْس بِهِ