আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮৭১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
সুদের ভয়াবহ পরিণাম
২৮৭১. হযরত ইবনে মাসউদ (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে সুদ, ব্যভিচার ও মাদকাসক্তি ব্যাপকতা লাভ করবে।
(এটি তাবারানী তাঁর সহীহ্ রিওয়ায়াতে বর্ণনা করেছেন।)
(এটি তাবারানী তাঁর সহীহ্ রিওয়ায়াতে বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الرِّبَا
2871- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ بَين يَدي السَّاعَة يظْهر الرِّبَا وَالزِّنَا وَالْخمر
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته رُوَاة الصَّحِيح