আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৪২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৪২. হযরত জাবির ইবন আতীক (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেন। যে ব্যক্তি মিথ্যা কসম খেয়ে কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করল, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং জাহান্নাম তার জন্য অবধারিত করে দেবেন। প্রশ্ন করা হল, ইয়া রাসুলাল্লাহ। যদি সামান্য বস্তুও হয়? তিনি বললেন, যদি একটি মিসওয়াকও হয়।
(হাদীসটি তাবারানী তাঁর 'কবীর' গ্রন্থে বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। হাকিমও এটি বর্ণনা করেছেন এবং বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2842- وَعَن جَابر بن عتِيك رَضِي الله عَنهُ أَنه سمع رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من اقتطع مَال امرىء مُسلم بِيَمِينِهِ حرم الله عَلَيْهِ الْجنَّة وَأوجب لَهُ النَّار
قيل يَا رَسُول الله وَإِن كَانَ شَيْئا يَسِيرا
قَالَ وَإِن كَانَ سواكا

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْكَبِير وَاللَّفْظ لَهُ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান