আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৪১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
খাদ্য মজুতদারীর ব্যাপারে সাবধান বাণী
২৮৪১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মহান আল্লাহ্ আমাকে একটি মোরগের কথা বর্ণনা করতে অনুমতি দিয়েছেন, যে তার পা দু'টো পৃথিবীতে ফেলে রেখেছে আর তার ঘাড়টি আরশের নীচে মেলে রয়েছে। সে সর্বদা বলে যাচ্ছে। তুমি পবিত্র, আমাদের প্রতিপালক কতইনা মহান! আল্লাহ্ তার উত্তরে বলেন। কিন্তু যে ব্যক্তি আমার নামে মিথ্যা শপথ করে, সে এ কথাটি জানল না।
(হাদীসটি তাবারানী একটি বিশুদ্ধ সনদে বর্ণনা করেছেন। হাকিমও এটি বর্ণনা করে বলেছেনঃ এর সনদটি সহীহ।)
كتاب البيوع
التَّرْهِيب من الاحتكار
2841- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِن الله جلّ ذكره أذن لي أَن أحدث عَن ديك قد فرقت رِجْلَاهُ الأَرْض وعنقه مثني تَحت الْعَرْش وَهُوَ يَقُول سُبْحَانَكَ مَا أعظمك رَبنَا فَيرد عَلَيْهِ مَا علم ذَلِك من حلف بِي كَاذِبًا

رَوَاهُ الطَّبَرَانِيّ بِإِسْنَاد صَحِيح وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
tahqiqতাহকীক:তাহকীক চলমান