আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮৩২
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
মিথ্যা কসম করা থেকে ভীতি প্রদর্শন
২৮৩২. হযরত আবদুল্লাহ ইবন আমর ইবনুল আস (রা) সূত্রে নবী করীম (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেনঃ কবীরা গুনাহ হল আল্লাহর সাথে কাউকে শরীক করা, পিতামাতার অবাধ্যতা এবং মিথ্যা শপথ। অপর এক বর্ণনায় রয়েছে। জনৈক বেদুঈন রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বললঃ ইয়া রাসূলাল্লাহ্। কবীরা গুনাহ কোন্-কোনটি? তিনি বললেনঃ আল্লাহর সাথে শরীক করা। সে বললঃ অতঃপর কোনটি? তিনি বললেন, গামূস জাতীয় মিথ্যা কসম। আমি বললাম, গামুস কসম কোনটি? তিনি বললেন। যে কসম দ্বারা কোন ব্যক্তি অন্যায়ভাবে কোন মুসলমানদের সম্পদ আত্মসাৎ করে। অর্থাৎ যে কসমে সে মিথ্যাবাদী।
(হাদীসটি বুখারী, তিরমিযী ও নাসাঈ বর্ণনা করেছেন।
{হাফিয বলেন:} কোন মুসলমানের সম্পদ আত্মসাৎ করার উদ্দেশ্যে জেনেশুনে ইচ্ছাকৃত মিথ্যা কসম খাওয়াকে এজন্য গামূস কসম বলা হয় যে, গামূস শব্দের অর্থ হল ডুবিয়ে দেয়া, যেহেতু এই কসম মিথ্যা কসমকারীকে দুনিয়াতে পাপে ডুবিয়ে দেয় এবং আখিরাতে জাহান্নামের অতলে ডুবিয়ে দেয়, এ কারণে এই প্রকার কসমের নামকরণ করা হয়েছে গামূস কসম।)
كتاب البيوع
التَّرْهِيب من الْيَمين الكاذبة الْغمُوس
2832- وَعَن عبد الله بن عَمْرو بن العَاصِي رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْكَبَائِر الْإِشْرَاك بِاللَّه وعقوق الْوَالِدين وَالْيَمِين الْغمُوس
وَفِي رِوَايَة أَن أَعْرَابِيًا جَاءَ إِلَى النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَقَالَ يَا رَسُول الله مَا الْكَبَائِر قَالَ الْإِشْرَاك بِاللَّه قَالَ ثمَّ مَاذَا قَالَ الْيَمين الْغمُوس
قَالَ وَمَا الْيَمين الْغمُوس قَالَ الَّذِي يقتطع مَال امرىء مُسلم يَعْنِي بِيَمِين هُوَ فِيهَا كَاذِب
رَوَاهُ البُخَارِيّ وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ
قَالَ الْحَافِظ سميت الْيَمين الكاذبة الَّتِي يحلفها الْإِنْسَان مُتَعَمدا يقتطع بهَا مَال امرىء مُسلم عَالما أَن الْأَمر بِخِلَاف مَا يحلف
tahqiqতাহকীক:তাহকীক চলমান