আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
হাদীস নং: ২৮২৩
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮২৩. হযরত সা'দ ইবন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মাছওয়ালা {হযরত ইউনুস (আ)} মাছের পেটে থেকে যে দু'আটি পাঠ করেছিলেন, সেটি হলঃ 'লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুন্তু মিনায যালিমীন।" যখনই কোন মুসলিম বিপদে পড়ে এ দু'আটি পাঠ করেছে, আল্লাহ্ তার ডাকে সাড়া দিয়েছেন।
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং হাকিমও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।
হাকিম তাঁর অপর এক বর্ণনায় এ কথাটি অতিরিক্ত উল্লেখ করেছেনঃ জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ। এটি কি কেবল ইউনুস (আ)-এর জন্যই, না সকল মু'মিনের জন্য? রাসুলুল্লাহ্ (ﷺ) তখন বললেনঃ তুমি কি মহান আল্লাহর একথাটি শুনছ না? "এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আর এমনিভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।")
(হাদীসটি তিরমিযী বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং হাকিমও এটি বর্ণনা করেছেন। হাকিম বলেছেনঃ হাদীসটির সনদ সহীহ।
হাকিম তাঁর অপর এক বর্ণনায় এ কথাটি অতিরিক্ত উল্লেখ করেছেনঃ জনৈক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ। এটি কি কেবল ইউনুস (আ)-এর জন্যই, না সকল মু'মিনের জন্য? রাসুলুল্লাহ্ (ﷺ) তখন বললেনঃ তুমি কি মহান আল্লাহর একথাটি শুনছ না? "এবং আমি তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম। আর এমনিভাবে আমি মুমিনদেরকে মুক্তি দিয়ে থাকি।")
كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2823- وَعَن سعد بن أبي وَقاص رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم دَعْوَة ذِي النُّون إِذْ دَعَا وَهُوَ فِي بطن الْحُوت لَا إِلَه إِلَّا أَنْت سُبْحَانَكَ إِنِّي كنت من الظَّالِمين الْأَنْبِيَاء 78
فَإِنَّهُ لم يدع رجل مُسلم فِي شَيْء قطّ إِلَّا اسْتَجَابَ الله لَهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَزَاد الْحَاكِم فِي رِوَايَة لَهُ فَقَالَ رجل يَا رَسُول الله هَل كَانَت ليونس خَاصَّة أم للْمُؤْمِنين عَامَّة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا تسمع إِلَى قَول الله عز وَجل ونجيناه من الْغم وَكَذَلِكَ ننجي الْمُؤمنِينَ الْأَنْبِيَاء 88
فَإِنَّهُ لم يدع رجل مُسلم فِي شَيْء قطّ إِلَّا اسْتَجَابَ الله لَهُ
رَوَاهُ التِّرْمِذِيّ وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
وَزَاد الْحَاكِم فِي رِوَايَة لَهُ فَقَالَ رجل يَا رَسُول الله هَل كَانَت ليونس خَاصَّة أم للْمُؤْمِنين عَامَّة فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا تسمع إِلَى قَول الله عز وَجل ونجيناه من الْغم وَكَذَلِكَ ننجي الْمُؤمنِينَ الْأَنْبِيَاء 88