আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৮২১
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণগ্রস্ত, দুশ্চিন্তাগ্রস্ত, বিপদগ্রস্ত ও বন্দী ব্যক্তিকে কিছু দু'আ বাক্য পাঠের প্রতি উৎসাহ দান
২৮২১. হযরত আসমা বিনত উমায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বললেন। আমি কি তোমাকে কিছু বাক্য শিখিয়ে দিব। না, যা তুমি বিপদের সময় পাঠ করবে? তা হলোঃ
اللَّهَ اللَّهَ رَبِّي لَا أُشْرِكُ بِهِ شَيْئًا
"আল্লাহ্ আল্লাহই আমার প্রতিপালক, আমি তাঁর সাথে কোন কিছুকেই শরীক করি না।"
(হাদীসটি আবু দাউদ বর্ণনা করেছেন। বর্ণিত শব্দমালা তাঁরই। নাসাঈ এবং মাজাহও এটি বর্ণনা করেন। তাবারানী এটি দু'আ অধ্যায়ে বর্ণনা করেছেন এবং একথাটি অতিরিক্ত উল্লেখ করেছেন, "আর এটিই ছিল উমর ইবন আবদুল আযীযের মৃত্যুর সময় তাঁর অন্তিম কথা।")
كتاب البيوع
التَّرْغِيب فِي كَلِمَات يقولهن الْمَدْيُون والمهموم والمكروب والمأسور
2821- وَعَن أَسمَاء بنت عُمَيْس رَضِي الله عَنْهَا قَالَت قَالَ لي رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَلا أعلمك كَلِمَات تقوليهن عِنْد الكرب أَو فِي الكرب الله رَبِّي لَا أشرك بِهِ شَيْئا

رَوَاهُ أَبُو دَاوُد وَاللَّفْظ لَهُ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
وَرَوَاهُ الطَّبَرَانِيّ فِي الدُّعَاء وَعِنْده فَلْيقل الله رَبِّي لَا أشرك بِهِ شَيْئا ثَلَاث مَرَّات وَزَاد وَكَانَ ذَلِك آخر كَلَام عمر بن عبد الْعَزِيز عِنْد الْمَوْت
tahqiqতাহকীক:তাহকীক চলমান